মোবারক হোসাইনঃ নিজস্ব প্রতিনিধি ধর্মপাশা সুনামগঞ্জ:
এমনিতেই লাগাতার বন্যায় ক্ষতিগ্রস্ত ঝর্ণা, নিজের ঘর থাকতেও থাকতে হচ্ছে অন্যের ঘড়ে,ঝর্ণার আশা ছিল বন্যার পানি চলে যাবে, আবার আপন ঘড়ে গিয়ে মাথা গুজবে, সেই আশা আর পুর্ন হলনা,তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার বসতঘর, নেই কোন মাথা গুজার ঠাই, থাকতে হবে আবারও অন্যের ঘরে,এমনটিই ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন এর আহমদপুর গ্রামের ঝর্ণার বেলায়,

ক্ষতিগ্রস্ত ঝর্ণা আক্তার (৪০)বলেন বুধবার বেলা ১১টায় আমার বসতঘরে কারেন্টের আগুন লাগছিলো তখন আমি আমার ঘরে ছিলাম না, পাশের বাড়িতে আমি আমার তিন মেয়ে কে নিয়ে থাকি আর আমার স্বামী নিজাম উদ্দীন (৪৮) সিলেটে কাজ করেন,আমরা আগুন লাগছে দেখছি চার পাশে বন্যার পানি থাকাতে দ্রুত যেতে পারিনি যাওয়ার আগেই আগেই আগুনেপুড়ে ছাই হয়েছে আমার বসতঘর, প্রায় লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে আমার ,সরকার যদি আমাকে সাহায্য না করে,আমার আর কোন উপায় নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন,আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।#