• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সরকার ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “বাজারে কেউ ইচ্ছেমতো দাম বাড়ালে, তা সরকারের অনুমোদন নয়।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো নিয়ে সম্প্রতি বাজারে যে আলোচনা চলছে, সে প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমদানি খরচ বা আন্তর্জাতিক বাজারের দামের অজুহাতে কোনো কোম্পানি যদি দাম বাড়ায়, তাহলে তা যাচাই করা হবে। সরকার এখনও কোনো ধরনের দাম বৃদ্ধির অনুমোদন দেয়নি।”

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি জোরদার করা হয়েছে। “যেখানে অসঙ্গতি ধরা পড়বে, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” বলেন শেখ বশিরউদ্দীন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০